| সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলে আগুনে লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। পোতারো-সিপারুনি অঞ্চলের রাজধানী মাহদিয়ায় এ ঘটনা ঘটে।
গায়ানা সরকার এক বিবৃতিতে জানায়, চিকিৎসা ও ওষুধ সরবরাহের জন্য পাঁচটি বিমান ইতোমধ্যে মাহদিয়াতে রওনা হয়েছে। মেডিভ্যাকের মাধ্যমে ৭ শিশুকে রাজধানী জর্জটাউনে আনা হচ্ছে।
মাহদিয়া সেকেন্ডারি স্কুলটি গায়নার রাজধানী জর্জটাউন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এর অবস্থান। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর প্রেসিডেন্ট ইরফান আলী দেশটির রাজধানী জর্জটাউনের দুটি গুরুত্বপূর্ণ হাসপাতালকে নির্দেশ দিয়েছেন, সেখান আহত শিশুদের যা যা লাগবে, সব ব্যবস্থা যেন করা হয়।
এদিকে দুর্ঘটনার পর সেখানে বেসরকারি ও সামরিক বাহিনীর উড়োজাহাজের পাঠানো হয়েছে উদ্ধারকাজ চালানোর জন্য। যদিও ভারী বৃষ্টি কারণে এই কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
আগুনের কারণ এখনও জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী রবসন বেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
গানায়ার বিরোধীদলীয় সাংসদ নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।
Posted ১:৪৮ পিএম | সোমবার, ২২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।