| বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
নিখোঁজ এক জেলের মরদেহ পাওয়া গেছে কুমিরের পেটে। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে অস্ট্রেলিয়ান ওই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। পরে কুমিরের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। বুধবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ওই অস্ট্রেলিয়ান মৎস্যজীবীর নাম কেভিন ডারমোডি। গত শনিবার দেশটির উত্তর কুইন্সল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে নোনা পানির কুমিরের আবাসস্থল বলে পরিচিত কেনেডি’স বেন্ডে তাকে শেষবার দেখা গিয়েছিল।
বিবিসি বলছে, মৃত ডারমোডি ছিলেন একজন অভিজ্ঞ জেলে এবং কেপ ইয়র্কের একজন সুপরিচিত সদস্য। ডারমোডিকে যেখানে শেষবার দেখা গিয়েছিল সেখান থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে গত সোমবার দু’টি কুমিরকে গুলি করে হত্যা করা হয়।
কুমির দু’টি লম্বায় ৪.১ মিটার (১৩.৪ ফুট) এবং ২.৮ মিটার দৈর্ঘ্যের বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। মূলত এই দু’টি সরীসৃপ প্রাণীর একটির মধ্যেই মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। তবে বন্যপ্রাণী কর্মকর্তাদের বিশ্বাস, উভয়ই ওই ঘটনার সাথে জড়িত ছিল।
Posted ১২:১৯ পিএম | বুধবার, ০৩ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।