| বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় ১১ বছরের মেয়ে শিশুসহ তিনজন মারা গেছে। আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ।
রাশিয়া ইউক্রেনের রাজধানীতে অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ হামলাগুলো পূর্ব ডেসনিয়ানস্কি এবং ডিনিপ্রোভস্কি জেলায় হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহত ও আহতদের বিস্তারিত জানা গেছে।
কিয়েভ শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে লিখেছে, নিহত শিশুদের মধ্যে একজনের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে, অন্যটির বয়স ১২ বা ১৩ বছর। দুজনেই ছিল ডেসনিয়ানস্কি জেলায় খবর বিবিসির।
এই সপ্তাহে আক্রমণটি ছিল চতুর্থ এবং মে মাসজুড়ে ইউক্রেনের রাজধানীতে ১৭টি হামলা চালানোর পরে এ হামলা চালানো হয়। হামলাগুলোর বেশিরভাগই রাতে করা হয়েছে। তবে অন্তত একটি হামলা দিনে হয়েছে।
সামরিক কর্তৃপক্ষের শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধারকারীদের দলগুলো লোকেদের সঙ্গে দেখা করে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্থ ভবনগুলোও।
টেলিগ্রামে সকালের বেশ কয়েকটি পোস্টে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরে বিস্ফোরণের একটি সিরিজ ঘটেছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ এবং আগুন নিয়ে কাজ করছে।
তিনি বলেন, হামলায় ১৪ জন আহত হয়েছে, যাদের মধ্যে নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
Posted ২:১৪ পিএম | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।