| সোমবার, ২৯ মে ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
ভারতের কর্ণাটকে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
সংঘর্ষের ঘটনাটি কর্ণাটকের মাইসুরুর কাছাকাছি নরসিংহপুরায় ঘটে। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।
ইতোমেধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে, মাইসুরুর কাছে নরসিংহপুরাতে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্র উদ্ধার কাজে নামে পুলিশ। বাসের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যাওয়ায় দেহ উদ্ধার করতে অসুবিধা হচ্ছে। যদিও ইনোভার একজন আরোহী জীবিত বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
Posted ২:১৪ পিএম | সোমবার, ২৯ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।