| বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
বিশিষ্ট ট্যাক্স কনসালটেন্ট, কমিউনিটির পরিচিত মুখ এম এ কাইয়ূম ট্যাক্স সিজেন ঘিরে পুরোধমে তার কাজ শুরু করেছেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত এস্টোরিয়াস্থ তার প্রিয় প্রতিষ্ঠান এসএনএস একাউন্টিং এন্ড জেনারেল সার্ভিসেস নতুন সাজে চলছে চলতি বছরে ট্যাক্স ফাইলিং-এর কাজ। এখানে ট্যাক্স ফাইলিং ছাড়াও একাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন সার্ভিস দেয়া হয়।
জালালাবাদ এসোসিয়েশন অব অমেরিকার সাবেক সভাপতি, প্রবীণ প্রবাসী এম এ কাইয়ূম জানান, তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তিনি গ্রাহকদের সেরা সেবাই দিচ্ছেন। এজন্য তার পরিচালনা ও তত্বাবধানে রয়েছে একটি অভিজ্ঞ অফিস টিম। যারা সততা আর বিশ্বস্থতার সাথে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে চলেছেন। এজন্য সকাল-সন্ধ্যা তার অফিস খোলা রাখা হচ্ছে।
এম এ কাইয়ূম জানান, প্রতি বছর ট্যাক্স ফাইলিং করা সংশ্লিস্ট প্রত্যেকের নাগরিক দায়িত্ব। বিষয়টি বর্তমান সময় ছাড়াও অবসর সময়ের জন্য ভালো। তাই অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্টের মাধ্যমে ট্যাক্স ফাইলিং করা উচিৎ। কেননা, প্রতি বছরই ট্যাক্স ফাইলিং-এর নানা নিয়ম-কানুন পাল্টাচ্ছে, সংযুক্ত হচ্ছে নতুন নতুন নিয়মকানুন। তিনি তার গ্রাহকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, একটু সময় নিয়ে এপয়েন্টমেন্ট করে ট্যাক্স ফাইলিং করাই উত্তম। সাথে থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্রমআর ডকুমেন্ট। এতে যেমন সময় বেচে যাবে, তেমনী নির্ভুল ট্যাক্স ফাইলিং করা সম্ভব হবে।
Posted ১২:২২ এএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।