| রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী সান সালভাদরে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের সবার বয়স ১৮ বছরের বেশি।
বিবিসি বলছে, মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা ও সান্তা আনাভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলছিল। নির্ধারিত সময়ের পর গেট বন্ধ করা হলেও বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। অনেক মানুষ পদদলিত হয়।
ঘটনার পর খেলাটি স্থগিত করা হয়।
গেট বন্ধ হয়ে যাওয়ার পর বিপুল সংখ্যক ভক্ত অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়ার প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, ভক্তরা স্টেডিয়ামের প্রবেশদ্বারের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে।
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বলেছেন, পুলিশ এ ঘটনার ‘বিস্তৃত তদন্ত’ করবে।
তিনি টুইটারে বলেছেন, অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনা হবে।
Posted ১:৫২ পিএম | রবিবার, ২১ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।