আমেরিকা ডেস্ক | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 47 বার পঠিত
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার পর থেকে গাজার সমর্থনে লোহিত সাগরে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এবার এ গোষ্ঠীটি এডেন উপসাগরে ট্যাংকারে হামলা চালিয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সামরিক বিভাগ জানিয়েছে, হামলার কারণে জাহাজটিতে আগুন লেগে গিয়েছিল। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার এডেন উপসাগরে এ জাহাজটিতে হামলা চালানো হয়। হামলার শিকার ট্যাংকটির নাম মার্লিন লুয়ান্ডা।
ব্যবসায়ী গোষ্ঠী ট্রাফিগুরা এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণে জাহাজটির স্টারবোর্ডের একটি ট্যাংকে আগুন লেগে গিয়েছিল। তবে জাহাজের সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ব্যবসায়ী এ গোষ্ঠীটির সাথে ট্যাংকারটির পেট্রোলিয়াম পণ্যের চুক্তি ছিল।
মার্কিন সমারিক বিভাগ জানিয়েছে, হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন নৌবাহিনীসহ অন্যরা জাহাজটির সাহায্যে এগিয়ে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি হামলার পর সংকেত পাঠায়। এরপর মার্কিন রণতরী ইউএসএস ক্যানারিসহ অন্যরা এটিকে সাহায্য করে আসছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ট্যাংকারে হামলার আট ঘণ্টা পর মার্কিনিরা হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এটি লোহিত সাগরে নিশানা করে হামলার জন্য প্রস্তুত ছিল।
এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রয়টার্স জানায়, হুতিদের হামলার ভয়ে রণতরীর পাহারা সত্ত্বেও মার্কিন সামরিক রসদবাহী দুই জাহাজ পিছু হঠেছে। পশ্চিমা জাহাজ পরিচালনাকারী সংস্থা মিয়ার্স্ক জানিয়েছে, তারা মার্কিন নৌবাহিনীর সহযোগিতায় ইয়েমেন উপকূলে বাব এল মান্দেব পাড়ি দেওয়ার সময় বিস্ফোরণের আভাস পেয়ে দুটি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বাব এল মান্দেব অভিমুখে চলাচলের সময় দুটি জাহাজই তাদের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা চিহ্নিত করে। তবে মার্কিন নৌবাহিনী এগুলোর কিছু প্রতিহত করেছে। এরপর এসব জাহাজ তাদের গতিপথ পরির্তন করেছে।
ইয়েমেনের হুতিদের এক মুখপাত্র বলেন, মার্কিন রণতরীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব রণতরী দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল।
Posted ১১:২৬ এএম | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।