রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এপ্রিলের শেষেও কাশ্মীর-সিমলায় তুষারপাত, বরফের স্তূপ

  |   সোমবার, ০১ মে ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

এপ্রিলের শেষেও কাশ্মীর-সিমলায় তুষারপাত, বরফের স্তূপ

ভারতে বিভিন্ন অঞ্চলে প্রকৃতি বিরূপ আচরণ করছে। এত দিন গরমে পুড়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গের কলকাতা। এখন পুড়ছে দেশটির উত্তর ও দক্ষিণের বেশ কিছু রাজ্য। এপ্রিলের শেষেও কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, হিমাচল ও সিমলায় সমানে তুষার পড়ছে। বিভিন্ন স্থানে জমছে বরফের স্তূপ।

উত্তরাখন্ডে কেদারনাথ মন্দিরের দরজা তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু আবহাওয়া পরিস্থিতির কারণে সেখানে তীর্থযাত্রীদের যেতে দেওয়া হচ্ছে না। শুধু কেদারনাথেই নয়, গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রীনাথেও ব্যাপকভাবে তুষারপাত হচ্ছে।

কাশ্মীরের উঁচু এলাকায় নতুন করে বরফ পড়েছে। রাজৌরি ও পুঞ্চের মধ্যে যোগাযোগকারী রাস্তা বরফে ঢেকে গেছে। এই রাস্তা থেকে বরফ সরাবার কাজ চলছে। লাহুল-স্পিতিতে তাপমাত্রা শূন্যের নিচে চলে গেছে। মানালিতে প্রবল বৃষ্টি হয়েছে। তার ফলে তাপমাত্রা এখন দুই ডিগ্রিতে নেমেছে। রোটাং পাসের কাছে অটল টানেলে বরফ পড়ছে।

এই টানেল আপাতত বন্ধ রাখা হয়েছে।সাধারণত ডিসেম্বরে যেরকম ঠান্ডা থাকে এখন সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। কেলংয়ের তাপমাত্রা ছিল শূন্যের থেকে এক ডিগ্রি কম।বরফ পড়ার ফলে কাশ্মীর, হিমাচল ও উত্তরাখন্ডের সব জায়গাতেই ভালো ঠান্ডা পড়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই খারাপ আবহাওয়া যতদিন থাকবে, ততদিন যেন উঁচু এলাকায় কেউ না যান। অসময়ে বরফ পড়ায় হিমাচলের আপেল চাষীরা রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সিমলায় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের দশটি জেলায় প্রবল বৃষ্টি হতে পারে বা বরফ পড়তে পারে।বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই বলছেন, পরিবেশ দূষণের জন্য আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। এখনই রাশ না টানলে অদূর ভবিষ্যতেই পরিস্থিতি খুবই খারাপ জায়গায় চলে যাবে।

Facebook Comments Box

Posted ৭:১১ এএম | সোমবার, ০১ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।