বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এই মুহূর্তে ইস্পাত দৃঢ় ঐক্য প্রয়োজন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

এই মুহূর্তে ইস্পাত দৃঢ় ঐক্য প্রয়োজন: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হলে এই মূহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য ভীষণ প্রয়োজন।’

তিনি বলেন, ‘আজকে আমরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের পথ সম্পর্কে পরিস্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি না। গত ১৫ বছরের সংগ্রাম ও জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে অতীতে আমাদের মধ্যে যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল এই মুহূর্তে সেই ঐক্য ভীষণ প্রয়োজন।’

আজ বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতারের আয়োজন করে দলটি। শুরুতে দলের পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে। এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যাতে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি।’

রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সকল সমস্যার নিরসন করা প্রয়োজন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে যে সংস্কারের প্রশ্নগুলো সামনে এসে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহে আমরা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতেই দেখি। কারণ, আমাদের দলই (বিএনপি) সর্ব প্রথম ২০২২ সালে রাষ্ট্র সংস্কারের রূপরেখা ৩১ দফা ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, সমমনা সকল রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিকেই তখন এই ৩১ দফা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল। আমরা পরিস্কার করে বলেছিলাম, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, পরবর্তীতে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো। এই সরকারই ৩১ দফা বাস্তবায়িত করবে।

বিএনপির ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিজেপি মহাসচিব আবদুল মতিন সুদ প্রমুখ অংশ নেন।

Facebook Comments Box

Posted ৫:১৭ পিএম | বুধবার, ১৯ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।