শুক্রবার ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

উপকূলের সাথে চট্টগ্রামের জাহাজ সার্ভিস চালু হলো আজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

উপকূলের সাথে চট্টগ্রামের জাহাজ সার্ভিস চালু হলো আজ

দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা ভোলা ও নোয়াখালীর হাতিয়ার সাথে বন্দর নগরী চট্রগ্রামের সাথে আজ থেকে বিলাসবহুল দুটি অত্যাধুনিক জাহাজ সার্ভিস চালু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও একই সময়ে চট্টগ্রাম সদরঘাট থেকে এমভি বার আউলিয়া ছেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জাহাজ দু’টি প্রতিদিন ভোলার চরফ্যাশন, মনপুরা, ঢালচর ও নোয়াখালীর হাতিয়া হয়ে চট্টগ্রাম সদরঘাটে ভিড়বে। প্রতিদিন একটি জাহাজ চট্রগ্রাম সদরঘাট থেকে সকাল ৮টায় ছেড়ে নোয়াখালী, ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে যাবে। অনুরূপ ভোলার চরফ্যাশন বেতুয়া ঘাট থেকে আরেকটি জাহাজ যাত্রী নিয়ে একই সময়ে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বারো আউলিয়া নামক জাহাজের ম্যানেজার মো. সাইফুল ইসলাম জানান, আজ সকাল ৮ টায় তারা আশানুরূপ যাত্রী নিয়ে চট্রগ্রাম থকে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে গেছেন।

ইতিপূর্বে বছর দেড়েক আগে এ জাহাজ দুটি এ রুটে মাস খানেক চলাচল করেছিল। কিন্তু বিগত আওয়ামী লীগের সময়ে আভ্যন্তরীন রুটের অসাধু দলীয় লঞ্চমালিক সিন্ডিকেট নিজেদের স্বার্থে এ জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল।

নৌপরিবহন উপদেষ্টার হস্তক্ষেপে আজ ২০ মার্চ থেকে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী টু চট্রগ্রাম রুটে নিয়মিতভাবে যাত্রীবাহী জাহাজ দুটি চালু হল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজ দুটি প্রতিদিন ছেড়ে এসে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ঘাট দেবে। হাতিয়া থেকে ছেড়ে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচর ও রামনেওয়াজ লঞ্চঘাটে ঘাট ভিড়বে। মনপুরা থেকে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার ঘাট দেবে।

মঙ্গলশিকদার থেকে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে ভিড়ে যাত্রাবিরতি করবে। একই নিয়মে প্রতিদিন উভয় এলাকা থেকে জাহাজগুলো চলাচল করবে।

উপকূলীয় অঞ্চলের যাত্রীবাহী জাহাজ এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বেতুয়া নৌরুটে নিয়মিত চলাচল করবে। বিশেষ করে এবার ঈদ মৌসুমে যাত্রী সাধারণের জন্য একটি নির্ভরযোগ্য ও নিরাপদ জলযান হিসেবে জাহাজগুলো সবার কাছেই সমাদৃত হয়েছে।

এ বিষয়ে বিআই ডব্লিউ টিসির ভোলা অঞ্চলের ম্যানেজার (মেরিন) মো. আল-আমিন বাসসকে জানান, বারো আউলিয়া জাহাজটি দ্রুতগতি সম্পন্ন নৌ-যান, যা উপকূলবাসীর জন্য খুবই গুরুত্ববহন করবে। অপর জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস ব্যক্তি মালিকানাধীন হিসেবে আমাদের দপ্তরের সাথে সমন্বয় করে যাত্রী বহন করে চলাচল করবে।

Facebook Comments Box

Posted ৬:১৩ পিএম | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।