বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইরানে থানায় হামলার ঘটনায় ১১ পুলিশ সদস্য নিহত

  |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   34 বার পঠিত

ইরানে থানায় হামলার ঘটনায় ১১ পুলিশ সদস্য নিহত

ইরানের দক্ষিণ-পূর্বের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে একটি থানায় হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে প্রদেশের রাস্ক শহরে এই হামলা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহামাতি বলেছেন, রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের রাস্ক শহরে এই হামলা হয়েছে। এই হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকতা নিহত হয়েছেন।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশ। মাদক চোরাচালান চক্র, সংখ্যালঘু বেলুচি বিদ্রোহী ও কট্টর সুন্নি মুসলিমদের কারণে অস্থিরতায় জর্জরিত দরিদ্র এই প্রদেশটি। গতকালের হামলাটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা।

সুন্নি সশস্ত্র সংগঠন জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) এই হামলার দায় স্বীকার করেছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইরান সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত।

এর আগেও সিস্তান-বেলুচিস্তানে একই ধরনের হামলা হয়েছে। গত জুলাই মাসে পুলিশের একটি টহল দলের ওপর হামলা হলে চার পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ওই হামলার সপ্তাহ দুয়েক আগে বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য এবং চার হামলাকারী নিহত হয়। এসব হামলার দায় স্বীকার করেছে জইশ আল-আদল।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:১৮ পিএম | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।