| বুধবার, ১৭ মে ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত তাকে যেকোনো মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে আদালত। খবর ডনের।
গত সপ্তাহে আইএইচসি বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিনের আবেদন দুই সপ্তাহের জন্য গ্রহণ করে। সুপ্রিম কোর্ট মামলায় তার গ্রেপ্তারকে ‘অবৈধ এবং বেআইনি’ বলে ঘোষণার একদিন পরে এই নির্দেশনা দিয়েছিল আদালত।
এর আগে গতকাল ইমরান খান অভিযোগ করেন, আগামী ১০ বছরের জন্য তাকে কারাগারে বন্দি রাখার পরিকল্পনা করা হচ্ছে। লন্ডন পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রকাশ্যে চলে এসেছে। গ্রেপ্তার-পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনার উপর ভিত্তি করে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলার পরিকল্পনা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ মে) রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে এর আগে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দেশজুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিহত এবং আরও ২৯০ জন আহত হয়েছেন।
পরে শুক্রবার (১২ মে) ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দেন ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ।
Posted ২:০৯ পিএম | বুধবার, ১৭ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।