| বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। জাতীয় পুলিশপ্রধান এ তথ্য দিয়েছেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউক্রেন জাতীয় পুীলশের প্রধান ইহোর ক্লিমেনকো বলেন, কিয়েভের কাছে আজ বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
রাজধানী কিয়েভের বাইরে ব্রোভারি নগরীতে একটি কিন্ডারগার্টেন ও একটি আবাসিক ভবনের সামনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির আরোহী ছাড়াও কিন্ডারগার্টেনটির শিশু ও কর্মীরাও হতাহত হন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি ভবন এবং হেলিকপ্টারের মতো দেখতে একটি বস্তু জ্বলন্ত অবস্থায় দেখা যায়।
Posted ৯:৩৭ এএম | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।