| সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
ইউক্রেনের পূর্বাঞ্চলে আবদিভকা শহরের একটি হাসপাতালে আজ সোমবার আঘাত হেনেছে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র। এতে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ইউক্রেনের আবদিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় চারজনের মৃত্যু হয়েছে। আজ সকালে রাশিয়া এই শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে একটি হাসপাতালে এসে আঘাত লাগে ক্ষেপণাস্ত্রের।
অন্যদিকে, ইউক্রেন বাখমুতের চারপাশে নিজেদের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে।
এদিকে সম্প্রতি যুক্তরাজ্যে আকস্মিক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন। এক টুইট বার্তায় জেলেনস্কি জানান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তিনি তার ‘বন্ধু’ সুনাকের সঙ্গে দেখা করবেন। খবর বিবিসির।
এদিকে রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন চলতি সপ্তাহে কিয়েভে চলমান যুদ্ধে শান্তি আলোচনা করতে প্রতিনিধি পাঠাচ্ছে, তখন জেলেনেস্কি ফ্রান্স এবং জার্মানিতে সপ্তাহান্তে সফরে গিয়ে সামরিক সহায়তার বিশাল নতুন প্যাকেজ জোগাড় করেছেন।
ইউক্রেনের জন্য ২৭০ কোটি ইউরো মূল্যের (প্রায় ৩০০ কোটি ডলার) নতুন অস্ত্রসহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জার্মানি।
Posted ২:১৬ পিএম | সোমবার, ১৫ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।