| মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক ও তিন পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সকালে জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করলে এই ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় তিন হাজারের বেশি শ্রমিক কাজ করেন। ভাঙচুর, লাগাতার আন্দোলনের অভিযোগ এনে কর্তৃপক্ষ ১৩/১ ধারায় কারখানা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয়। কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা বাইপাল- আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ সদস্যরা শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় অন্তত ১০ শ্রমিক আহত হন।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোসি উদ-দৌলা রেজা বলেন, কারখানাটিতে অনেক দিন ধরেই ঝামেলা চলছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের নিয়ে সড়কে নামে। বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
Posted ১১:৫০ এএম | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।