শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আশির দশকে যুক্তরাষ্ট্রে আসা মিশিগানে বসবাসরত জহির উদ্দিনের ইন্তেকাল

  |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   122 বার পঠিত

আশির দশকে যুক্তরাষ্ট্রে আসা  মিশিগানে বসবাসরত জহির উদ্দিনের ইন্তেকাল

সিলেট সদরের কুমার পাড়া ঝর্ণার পাড় এবং বন্দরবাজারের জনতা স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ জহির উদ্দিন (উনাই মিয়া) ইন্তেকাল করেছেন। তিনি বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টা ৫৯ মিনিটে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি ১ ভাই ও ৫ বোন রেখে গেছেন। তার এক বোন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাস করেন।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন জানান, সিলেট সদর উপজেলার মরহুর আলহাজ ইসমাইল মিয়ার পুত্র মোহাম্মদ জহির উদ্দিন আশির দশকে যুক্তরাষ্ট্র আগমন করার পর প্রথমে ম্যানহাটানে বসবাস এবং পরবর্তীতে নিউজার্সী রাজ্যের আটলান্টিক সিটি ও পেটারসনে বসবাস করছিলেন। মাঝে পারিবারিক সমস্যার কারণে তিনি বর্তমানে একাকী বসবাস করছিলেন এবং পেটারসনের একটি সিনিয়র সেন্টারে প্রায় ৫ বছর একাকী থাকাকালীন সময়ে শারীরিক নানা সমস্যার শিকার হন। ২০১৬ সালে পড়ে গিয়ে তিনি বা পায়ে আঘাত পান এবং পরবর্তীতে চিকিৎসকের পারমর্শে তার পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়।

জাবেদ উদ্দিন জানান, মানবিক দিক বিবেচনায় তাকে প্রায় চার মাস আগে সিনিয়র সেন্টার থেকে তাকে এনে আমার বাসায় রেখে নিউইয়র্কে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং সপ্তাহে তিন দিন তার কিডনীর ডায়ালেসিস চলছিলো। সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারী তিনি বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ জহির উদ্দিন শেষ নি:শ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে তার মরদেহ গ্রহণ করে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের ফিউনেরাল হোমে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বাদ জোহর (বেলা ১টা ৩০ মিনিট) এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর নিউজার্সীর টটোয়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

শোক: প্রবাসী মোহাম্মদ জহির উদ্দিন (উনাই মিয়া)-এর ইন্তেকালে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র পক্ষ থেকে সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Posted ১০:২০ পিএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।