| মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
চড়া মূল্যে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পোশাক ব্র্যান্ড ‘ইডি-অ্যা-মাম্মা’ কিনে নিচ্ছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি।
জানা গেছে, মুকেশ আম্বানির রিলায়েন্স লিমিটেড ৩০০-৩৫০ কোটি রুপিতে আলিয়া ভাটের পোশাকের ব্র্যান্ড ‘ইডি-অ্যা-মাম্মা’ কিনে নিচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যেই দুই প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে।
চলতি বছরের শুরুতে ১৫০ কোটি রুপি দাম উঠেছিল আলিয়ার ব্র্যান্ডটির। কিন্তু মুকেশ-ইশা আম্বানি এটি কেনার জন্য ৩০০-৩৫০ কোটি রুপি প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।
২০২০ সালে বাচ্চাদের কাপড়ের ব্র্যান্ড ‘ইডি-অ্যা-মাম্মা’ লঞ্চ করেন আলিয়া ভাট। স্থানীয়ভাবে উৎপাদিত মানসম্পন্ন এসব পোশাক সুলভ মূল্যে বাজারে নিয়ে আসেন আলিয়া। নিজস্ব ওয়েবসাইটের বাইরেও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হতো।
অনেক তারকাই ব্র্যান্ডটির প্রচার করেছেন। অনেক সহকর্মীর বাচ্চাদের জন্য উপহার হিসেবেও নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন আলিয়া।
Posted ৩:০৩ এএম | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।