বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অন্তঃসত্ত্বা পিয়ার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করতে চান পরমব্রত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

অন্তঃসত্ত্বা পিয়ার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করতে চান পরমব্রত

টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় খুব ব্যস্ত সময় পার করছেন। একের পর এক সিনেমা তার হাতে। সিনেমার শুটিং ঝড়ের গতিতে সারছেন তিনি। সদ্য শেষ করলেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ সিনেমার কাজ। টিজার অনুযায়ী, ‘আনন্দ কর’ এই সিনেমাতে ‘মৃত্যুঞ্জয় কর’। সেই পর্ব মিটতেই তিনি ইশা সাহার সঙ্গে পরের সিনেমার শুটিংয়ে ব্যস্ত।

কেন এত দ্রুত কাজ সারছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা?—এমন প্রশ্নে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে পরমব্রত বলেন, ফেব্রুয়ারি মাসে আমি আর পিয়া চক্রবর্তী জানিয়েছি— আমরা মা-বাবা হতে চলেছি। জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে। এই সময় পিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল। কাজের চাপে যেটা আমি পারিনি। তাই মে মাস থেকে সম্ভবত পিতৃত্বকালীন ছুটি নেবেন তিনি। সন্তানের জন্মের মাস দুয়েক পরও সেই ছুটি বরাদ্দ থাকবে।

অভিনেতা বলেন, নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই। একই সঙ্গে পিয়ার পাশে থেকে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তান পালনের দায়িত্ব শেয়ার করে নিতে চাই। কারণ স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়। বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা। কারণ এই সময় ভালোমন্দ সব কিছুই স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গেই শেয়ার করতে চায়।

এর আগে বলিউডে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন অভিনেতা রণবীর সিং। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তিনি জানিয়েছিলেন, বাবা হিসেবে নতুন মা এবং সদ্যোজাতের পাশে থাকা তার দায়িত্ব। তাই তিনি নির্দিষ্ট সময়ের জন্য অভিনয় থেকে দূরে থাকবেন। বাংলায় কি পরমব্রত সেই দৃষ্টান্ত তৈরি করতে চলেছেন?—এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন অভিনেতা। তিনি বলেন, এর আগেও নিশ্চয়ই কেউ না কেউ এই পদক্ষেপ গ্রহণ করেছেন। হয়তো জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৭:০২ এএম | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।