শনিবার ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সৌরভ গাঙ্গুলিকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

  |   শুক্রবার, ২১ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   111 বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে বলে মন্তব্য করেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির তিন বছরের মেয়াদ শেষের পর সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হয়েছেন রজার বিনি। এ বার আইসিসি চেয়ারম্যান হওয়ার পথও বন্ধ হয়ে গেল ভারতের সাবেক ক্রিকেট  অধিনায়ক সৌরভের।

আজ বৃহস্পতিবারের খবর, আইসিসি চেয়ারম্যান পদের জন্য ভারত থেকে কোনও নাম পাঠাচ্ছে না বিসিসিআই। আজই ছিল আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘আজ ২০ তারিখ ছিল। আইসিসির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সৌরভকে অপমান করা হল। ওকে যেতে দেওয়া হল না। আমি বিজেপি সরকারকে অনেককে অনুরোধ করেছিলাম। ও যোগ্য ছিল আইসিসিতে যাওয়ার জন্য। তিনবার ডিরেক্টর ছিল। ওকে পাঠালে দেশের গৌরব বাড়ত। তাহলে আজ কেন কী কারণে, কোন অজ্ঞাত কারণে সৌরভকে ছেড়ে অন্য কাউকে পাঠানো হবে?’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের অপমান করা হল। সৌরভের জায়গায় সচিন হলে, আজহার হলেও আমি ঠিক একই কথা বলতাম। সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি, ওর মধ্যেও ব্যথা রয়েছে। ও মুখ বুজে সহ্য করেছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফল। দেশের ক্রীড়াপ্রেমীদের কাছেই নয় শুধু, সারা পৃথিবীর কাছে এটা লজ্জা!’

এ প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেছেন, ‘সৌরভের প্রতিষ্ঠা সৌরভের সম্মান, ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদানের সঙ্গে সুবিচার করছে না তৃণমূল কংগ্রেস। কারণ সৌরভকে রাজনৈতিক বিতর্কে ডেকে এনে সৌরভের প্রতিষ্ঠাকেই একটা বিশ্বাসযোগ্যতার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। একইসঙ্গে রজার বিনিকেও অপমান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ও তার দল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক!’

আজ আইসিসিতে মনোনয়ন পাঠানোর শেষ দিন। কিন্তু ভারতের পক্ষ থেকে কোনও নাম পাঠানো হয়নি। সূত্রের খবর, বর্তমান সভাপতি নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেকেই সমর্থন করবে বিসিসিআই।

Facebook Comments Box

Posted ৫:২৫ পিএম | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।