পুলিশ বলছে, সকালে ওই এলাকাতেই ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের খবর জানাচ্ছিলেন নিউজ ১৩ এর ওই দুইজন সাংবাদিক। সন্দেহ করা হচ্ছে, ওই একই ব্যক্তি ফিরে এসে তাদের ওপর বন্দুক হামলা চালায়। সকালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্যও এই ব্যক্তি দায়ী বলে মনে করছে পুলিশ।
নিহত ব্যক্তিরা আগে থেকেই লক্ষ্যবস্তু ছিল কিনা তা অস্পষ্ট। সন্দেভাজন ওই ব্যক্তিকে প্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার হাতে অস্ত্র ছিল।