| বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 110 বার পঠিত
ভারতের দিল্লিতে আগুন লাগার পর একটি ভবন ধসে পড়েছে। মোবাইল ফোনে ধারণ করা ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বুধবার (১ মার্চ) উত্তর দিল্লির রোশানারা রোডে এ ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায়, তিনতলা ওই ভবনের কাছে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন দমকলকর্মী।
এরপরই হঠাৎ করে ওই ভবনটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে ওই ভবনটিতে আগুন লাগে।
লজিস্টিক ফার্ম জয়পুর গোল্ডেন ট্রান্সপোর্ট ওই ভবনটি ব্যবহার করে আসছিল বলে জানা গেছে।
এদিকে আগুন নেভাতে দমকল বাহিনী ঘটনাস্থলে অন্ততপক্ষে ১৮টি গাড়ি পাঠায়। ভবনটি ধসে পড়ার সময় দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন।
ভিডিওতে দেখা যায়, মাত্র পাঁচ সেকেন্ডের চেয়ে কম সময়ে ওই ভবনটি পুরোপুরি ধসে পড়ে। এসময় ভারী কালো ধোঁয়া দেখা যায়। কর্মকর্তারা বলছেন, তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।
খবর এনডিটিভির।
Posted ১১:২৭ পিএম | বুধবার, ০১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।