রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, ভাঙচুর

  |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   18 বার পঠিত

আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, ভাঙচুর

সিরাজগঞ্জের সদর উপজেলার পাইকপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ সময় চোরাগুপ্তা হামলা চালিয়ে ১২টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্তত ১০ দোকান ভাঙচুর ও মালামালসহ নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

প্রতক্ষ্যদশী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে একদল লোক মোটরসাইকেল ও সিএনজি নিয়ে পাইকপাড়া এলাকায় একত্রিত হয়ে অতর্কিতে হামলা শুরু করে। এ সময় ঐ রাস্তা দিয়ে চলাচলকারী অন্তত ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ও অন্তত ১০টি দোকোনে হামলা করে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এর পর পরই হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাসসহ আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে দাবি ও ঘটনার তীব্র নিন্দা জানান স্থানীয় সংসদ সদস্য। 

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস জানান, বিএনপির পদযাত্রার নামে যে নৈরাজ্যের সৃষ্টি করে চলেছে। তাদের এই অপকর্ম বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কালিয়াহরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সবুর বলেন, পদযাত্রার সময় বিএনপির মুখোশধারী সন্ত্রাসীরা পাইকপাড়াতে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ১০টি দোকানে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। দোষীদের শাস্তির দাবি জানান তিনি। 

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দোষীদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।’ 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছের বাড়িসহ অন্য নেতার বাড়ি বাড়ি-ঘর ভাঙচুর ও গবাদিপশুসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেরাই ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে । 

Facebook Comments Box

Posted ১২:৩৯ পিএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।