| শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 112 বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন।
সাংবাদিকদের শুক্রবার তিনি এ কথা জানিয়ে বলেন, আমি এখনও বিস্তারিত জানি না। তবে আমি যাচ্ছি।
রানীর শেষকৃত্যানুষ্ঠানের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। তবে ধারনা করা হচ্ছে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বাইডেন বলেন, তিনি এখনও রানীর ছেলে রাজা তৃতীয় চার্লসের সাথে কথা বলেন নি।
বাইডেন ওহিয়োর কলম্বাস ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে মিডিয়ার মুখোমুখি হয়ে এ সব কথা বলেন। ওহিয়োতে তার বক্তব্য রাখার কথা রয়েছে।
Posted ৫:০৪ পিএম | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।