| মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
তুরস্ক ও সিরিয়া সীমান্ত এলাকায় আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২টি পরাঘাতে কেঁপে উঠেছে তুরস্কের ওই অঞ্চল।
গত রাতের ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত ও ২১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোইগু। তিনি বলেন, নিহত তিনজন হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগি শহরের বাসিন্দা।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রাতের ভূমিকম্পটি তুরস্ক ছাড়াও সিরিয়া, জর্ডান, ইসরায়েল এবং মিশরেও অনুভূত হয়েছে।
হাতায়ের মেয়র জানিয়েয়েছেন, ভূমিকম্পে শহরটিতে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে অনেকে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই মারা গেছেন ৪১ হাজারের বেশি। সেই বিপর্যয় না কাটাতেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।
Posted ৩:২৬ এএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।