অ্যান মারি ট্রিভেলিয়ান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করবেন।
| শনিবার, ১১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান শুক্রবার (১০ মার্চ) দুপুরে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।
অ্যান মারি ট্রিভেলিয়ান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করবেন।
ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যান মারি ট্রিভেলিয়ান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা, বাণিজ্য ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন।
সফরে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী নাগরিক সমাজ, মানবিক সহায়তাদানে যুক্ত ব্যক্তি, জলবায়ু বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে দুদেশের সম্পর্ক জোরদারের বিষয়টি তাঁর এ সফরে গুরুত্ব পাবে।
খসড়া সূচি অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক বিষয়ে একটি আলোচনায় অংশ নেবেন।
অ্যান মারি ট্রিভেলিয়ান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করবেন।
সফরে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী নাগরিক সমাজ, মানবিক সহায়তাদানে যুক্ত ব্যক্তি, জলবায়ু বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে দুদেশের সম্পর্ক জোরদারের বিষয়টি তাঁর এ সফরে গুরুত্ব পাবে।
খসড়া সূচি অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক বিষয়ে একটি আলোচনায় অংশ নেবেন।
এসবের চেয়ে বড় বিষয় হচ্ছে, এ অঞ্চলে ব্রিটেনের স্বার্থে আঘাত বা প্রতিবন্ধকতায় নিষেধাজ্ঞার মতো বিরক্তিকর ইস্যুতে কনজারভেটিভ পার্টি ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে অ্যান-মারির মূল্যায়নের বিশেষ গুরুত্ব রয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায় নতুন দায়িত্ব পাওয়ার আগে অ্যান মারি ব্রিটেনের যোগাযোগ বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী।
Posted ১২:০৫ এএম | শনিবার, ১১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।