মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কর ফাঁকি মামলায় খালাস নোবেল জয়ী মারিয়া রেসা

  |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   21 বার পঠিত

কর ফাঁকি মামলায় খালাস নোবেল জয়ী মারিয়া রেসা

শান্তিতে নোবেল জয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা কর ফাঁকির চারটি মামলায় খালাস পেয়েছেন। দেশটির একটি আদালত বুধবার এ আদেশ দিয়েছেন। 

দেশটির সরকারের একাধিক মামলা মোকাবিলা করছেন মারিয়া রেসা ও তার প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম র‍্যাপলার। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে স্বাধীন মত প্রকাশ নিয়ে উদ্বেগ রয়েছে। 

রায়ের পর আদালত চত্বরে সাংবাদিকদের রেসা বলেন, এ আদেশ সকলের জন্যই আবেগের। এই মামলাকে ‌রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত আখ্যায়িত করে তিনি বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার জন্য এ মামলা করা হয়েছে। 

চার বছর দুই মাস ধরে চলা এ মামলায় আজ সত্যের জয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।   

ম্যানিলাভিত্তিক র‍্যাপলার এর সিইও ও নির্বাহী সম্পাদক মারিয়া রেসা ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি দেশটির প্রথম নোবেল জয়ী। বিখ্যাত এ সাংবাদিক আরও তিনটি ক্রিমিনাল মামলার মুখোমুখি রয়েছেন।       

Facebook Comments Box

Posted ৩:৩৯ এএম | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।