মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আজ ঢাকায় বিএনপির পদযাত্রা

  |   শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   26 বার পঠিত

আজ ঢাকায় বিএনপির পদযাত্রা

চার দিনের পদযাত্রার প্রথম দিন আজ শনিবার ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুপুর ২টায় রাজধানীর বাড্ডা হোসেন মার্কেট থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত হবে এ পদযাত্রা হবে। এই কর্মসূচি দিয়ে অনেক দিন পর রাজপথে এককভাবে নামছে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল হক কালের কণ্ঠকে বলেন, বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পদযাত্রা করবেন তাঁরা।বিএনপি নেতারা জানান, তাঁরা বিক্ষোভের কর্মসূচি থেকে বের হয়ে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আন্দোলন জোরদার করতে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা মহানগরকে কেন্দ্র করে বিএনপি আরো ব্যতিক্রমী কিছু কর্মসূচি দেবে।

বিএনপি-গণতন্ত্র মঞ্চ বৈঠক : সরকারবিরোধী যুগপৎ আন্দোলন আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঢাকায় বেগবান করার বিষয়ে আলোচনা করেন দুই দলের নেতারা। 

গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুই দলের নেতারা এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে আরো বৃহত্তর ঐক্য সৃষ্টি করে আমরা যেন লক্ষ্যে পৌঁঁছতে পারি সে ব্যাপারে একমত হয়েছি।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা ঢাকা মহানগরে তৎপরতা যাতে বাড়ানো যায় সেই কথা বলেছি। আমরা গণতন্ত্র মঞ্চ দেখেছি যে, বিএনপি মহানগর ঢাকায় কয়েকটা অনুষ্ঠান ঘোষণা করেছে। আমাদের কাছে মনে হয়েছে যে অনুষ্ঠান কার্যকর হতে পারে। আমরা এটাকে সমর্থন করেছি। ভালো কর্মসূচি হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম দফা নির্ধারণের আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে। আমরা বিশ্বাস করি, আমরা ন্যূনতম দফার বিষয়টা একটা যৌথ ঘোষণার মধ্য দিয়ে অচিরে আপনাদের কাছে আসবে।’

জাতীয় সংসদে দেওয়া আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা একেবারে পুরোপুরিভাবে ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত, বানোয়াট একটা কথা।’

বৈঠকে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্য আ স ম আবদুর রব, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম ও নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৈঠকে অংশ নেন।

Facebook Comments Box

Posted ১:৫৯ এএম | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।