| মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 52 বার পঠিত
অবশেষে সাড়ে ১০ ঘণ্টা পর ঝালকাঠিতে সুগন্ধা নদীতে তেলবাহী ‘সাগর নন্দিনী-২’-এর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৫টায় দমকলকর্মীরা এ আগুন নিভাতে সক্ষম হয়।
এর আগে, সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করার প্রস্তুতি নেয়ার সময় আবারও জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং তাতে আবারও আগুন ধরে যায়। এ সময় প্রাণ রক্ষায় নদীতে লাফিয়ে পড়েন জাহাজে থাকা পুলিশ ও তেলের ট্যাংকারের কর্মীরা। তবে এর মধ্যেই দুই পুলিশ সদস্যসহ ১৪ জন দগ্ধ হন।
তবে শেষ পর্যন্ত সাগর নন্দিনী-২ নামক তেলের ট্যাংকারটিতে কি পরিমাণ তেল ছিল, তা জানাতে পারেনি কেউ। যদিও সাগর নন্দিনী-৪ এর স্টাফরা জানিয়েছেন, সাগর নন্দিনী-২ নামক জাহাজে থাকা বেশিরভাগ তেল অপসারণের কাজ শেষ হয়েছিল। শেষ চারলাখ লিটার তেল অপসারণের কাজের মধ্যে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ১ জুলাই দুপুর আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলের ট্যাংকারে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (০৪ জুলাই) উদ্ধার অভিযান শেষ করার ১ ঘণ্টার মাথায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একই জাহাজে ফের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই পুরো ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
Posted ২:৫২ এএম | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।