| বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 119 বার পঠিত
জাপানের এমপি ইওশিকাজু হিগাশিতানিকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দেশটির পার্লামেন্টের ডিসিপ্লিন কমিটি এ সিদ্ধান্ত নেয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইওশিকাজু ব্যাপক জনপ্রিয় ইউটিউবার। গত বছরের জুলাই মাসে এমপি হন। কিন্তু এরপর একদিনও পার্লামেন্টের অধিবেশনে যোগ দেননি তিনি। টানা ৭ মাস অনুপস্থিত ছিলেন তিনি। ফলে তাকে বরখাস্ত করে পার্লামেন্টের ডিসিপ্লিন কমিটি। চলতি সপ্তাহের শেষ নাগাদ এ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে।
একজন এমপিকে ডিসিপ্লিনারি কমিটির দেয়া সর্বোচ্চ শাস্তি এটি। ১৯৫০ সালের পর এমন ঘটনা দু’বার দেখা গেছে। তবে টানা অনুপস্থিতির কারণে পার্লামেন্টের এমপির বরখাস্তের ঘটনা জাপানে এবার প্রথম।
সাধারণত, সেলিব্রেটিদের নিয়ে গসিপ ভিডিও বানান ইওশিকাজু। দর্শকশ্রোতাদের কাছে ‘গাসিই’ নামে পরিচিত তিনি।
তিনি দুবাইয়ে রয়েছেন। তার দাবি, জাপানে ফিরে গেলেই তাকে গ্রেফতার করা হবে। তার ইউটিউব ভিডিওতে কয়েকজন জাপানি তারকার মানহানি মামলা করা হয়েছে- এমন অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি।
গত সপ্তাগে ইওশিকাজুকে টোকিওতে সশরীরে পার্লামেন্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়। সেখানে অনুপস্থিতির জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়।
তবে সেই আদেশ মানেননি ইওশিকাজু। উল্টো নিজের ইউটিউব চ্যানেলে তুরস্ক যাওয়ার ঘোষণা দেন। দেশটিতে ভূমিকম্প দুর্গতদের ত্রাণ সহায়তায় বেতন দান করবেন বলে জানান তিনি।
Posted ১:৩৪ পিএম | বুধবার, ১৫ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।