| শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। শনিবার দেশটির কারমাডেক আইল্যান্ডস অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১৫২ কিলোমিটার।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা সংস্থা।
এর আগে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছিল ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৬ এবং গভীরতা ১৮৩ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতিরও খবর মেলেনি।
Posted ৯:৫০ এএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।