| শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
বিএনপি ও তাদের মিত্রদের আজ শনিবারের ১০ সাংগঠনিক বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি চলাকালে মাঠে থাকবে আওয়ামী লীগ। রাজধানী ঢাকাসহ সারা দেশে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা থাকবেন সতর্ক পাহারায়। রাজধানীজুড়ে এমন অবস্থানের পাশাপাশি একাধিক শান্তি সমাবেশের মাধ্যমে শোডাউনও করবে আওয়ামী লীগ। তবে মাঠে থাকলেও বিএনপির কর্মসূচিতে সরাসরি কোনো ধরনের বাধা দিতে চায় না আওয়ামী লীগ। দলটির নেতারা বলেন, তাদের এসব কর্মসূচি পালটাপালটি কর্মসূচি নয়। তাদের দাবি, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যেই তারা সতর্ক পাহারায় থাকবেন।
আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি ও তাদের মিত্রদের আগের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে মাঠে অবস্থান ছিল তাদের। ১০ ডিসেম্বরের গণসমাবেশ, ৩০ ডিসেম্বরের গণমিছিল, ১১ জানুয়ারির গণ-অবস্থান এবং পরে চার দিনের পদযাত্রাসহ সব কর্মসূচি ঘিরে সর্বাত্মক পাহারায় ছিলেন তারা। আজ শনিবারও একই সতর্কতামূলক পদক্ষেপ থাকবে। বিশেষ করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের দিকে সতর্ক নজর রাখা হবে। নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা মহানগরীর সর্বত্র অবস্থান নেবেন। দিনভর এই অবস্থানকালে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে মিছিল-সমাবেশও করবেন তারা। ঢাকার পাশাপাশি সারা দেশেও সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীকে এমন সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর কোথাও সহিংসতা-নাশকতার আশঙ্কা সৃষ্টি হওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকার সমর্থকরাও প্রতিহত করার চেষ্টা করবেন।
বড় শোডাউনের অংশ হিসেবে ঐ দিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে বিকাল ৩টায় কামরাঙ্গীরচর ৩১ শয্যার সরকারি হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা যোগ দেবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ধ্বংসাত্মক পথ অবলম্বন করেছে। জনগণকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একসঙ্গে ৪ মার্চ শান্তি সমাবেশের ডাক দিয়েছে।
Posted ২:০২ এএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।