| শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) থাপ্পড় দেয়ার ঘটনার একদিন পর তদন্ত কমিটি গঠন করেছে বাগেরহাট জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামকে দায়িত্ব দিয়ে এক সদস্যের এই তদন্ত কমিটিকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র এই কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ঘটনাটি তদন্তে শুক্রবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
তদন্ত কমিটিকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টায় উপজেলার বিশ্বরোডসংলগ্ন এলএসডি গোডাউনের সামনে সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের শুনানি নেয়া হবে। একই দিন ইউএনও মো. মনোয়ার হোসেনের শুনানি নেয়া হবে বেলা ১১টায়, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের কক্ষে। উভায় শুনানির সময় তথ্যপ্রমাণসহ প্রয়োজনীয় সাক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।
এর আগে গত বুধবার বেলা ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাঠালতলা এলাকায় গাড়িতে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমানকে থাপ্পড় দেয়ার অভিযোগ ওঠে ইউএনও মনোয়ার হোসেনের বিরুদ্ধে। কেবল থাপ্পড় নয়, গালিগালাজ করে জোর করে তাকে গাড়ির পেছনে উঠিয়ে বেশ কিছুক্ষণ আটকে রাখার অভিযোগও করা হয়। ইউএনওর নির্যাতনে মিজানুর রহমান আহত হয়েছে হাসপাতালে ভর্তি হন।
সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান একসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
Posted ১২:৩০ এএম | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।