| শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
বিএনপির পদযাত্রার পাল্টা শান্তি সমাবেশের কর্মসূচি নিয়ে আজকেও মাঠে থাকবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। গত সপ্তাহে সংগঠনটি তিন দিনের শান্তি সমাবেশের ঘোষণা দেয়। কর্মসূচি অনুযায়ী, আজ সব জেলা-মহানগরে, রোববার প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় এবং মঙ্গলবার সব ইউনিয়নে শান্তি সমাবেশ করবে যুবলীগ।
তিন দিনের এই কর্মসূচি সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ বলেছে, বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী এই শান্তি সমাবেশ করবে তারা। এ দিকে ঢাকা জেলা আওয়ামী লীগও কাল রোববার শান্তি সমাবেশ করবে। দলটি এই সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গতকাল শুক্রবার। ওই দিন বেলা তিনটায় ঘাটারচর এলাকায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন।
এ ছাড়া আওয়ামী লীগ আজ ২৫ ফেব্রুয়ারি সকাল নয়টায় ‘পিলখানা ট্র্যাজেডিতে’ নিহত সামরিক কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
Posted ৩:০৭ এএম | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।