শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি-হামলা-ভাঙচুর-লুটপাট

  |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি-হামলা-ভাঙচুর-লুটপাট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মিঠাবো এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী আওয়ামী লীগ নেতার নাম আবু দাউদ মোল্লা। তিনি ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আবু দাউদ মোল্লা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে আজ বিকাল সাড়ে ৩টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিন আহমেদ খান রিয়াজের নেতৃত্বে রাশেদ, আলামিন, আলিফ, আলিনুর, মাসুদ, শরীফসহ ৩৫ থেকে ৪০ জন মোটরসাইকেলযোগে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার মিঠাবোর বাড়ির সামনে অবস্থান নেন। তখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্কে সৃষ্টি করেন,  যা সিসি ক্যামেরায়ও প্রমাণিত।’

পরে ঘরের ভেতরে প্রবেশ করে আবু দাউদ মোল্লার স্ত্রী হোসনেয়ারা বেগমের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি কেড়ে নেন বলে তার অভিযোগ।

‘পরে আলমারিতে থাকা ১১ লাখ টাকা ও আট ভরি স্বর্ণ লুট করেন তারা। তখন তারা ঘরে থাকা টেলিভিশনসহ আসবাবপত্র ভাঙচুর করেন। লুটপাট শেষে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে বীরদর্পে তারা চলে যান’, অভিযোগ ওই সাবেক চেয়ারম্যানের।

আবু দাউদ মোল্লা অভিযোগ করে আরো বলেন, ‘আমিতো নৌকার রাজনীতি করি। আর একটি পক্ষের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করি বিধায় পূর্বপরিকল্পিতভাবে এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

আবু দাউদ মোল্লার স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, ‘আবু দাউদ মোল্লা হাটাবো বাজারে থাকায় প্রাণে বেঁচে যান। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিন আহমেদ খান রিয়াজ বলেন, ‘আমরা হাটাবোর একটি প্রোগ্রামে মিছিল দিয়ে শোডাউন করতে করতে যাচ্ছিলাম। আবু দাউদ মোল্লার বাড়ির সামনে আমরা থেমেছিলাম এবং সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করেছি। কোনো গুলি, হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটেনি। ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য এ ধরনের ঘটনা সাজানো হয়েছে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ৩:৪৮ পিএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।