| বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
নেটদুনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গতকাল বুধবারের একটি ভিডিও ভাইরাল হয়েছে।ল ফক্স নিউজ ও টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের ওয়ারশো বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে উঠার সময় হঠাৎ হোঁচট পেয়ে হুমড়ি খেয়ে পড়ে যান বাইডেন।
ভিডিওতে দেখা যায়, সিঁড়ি বেয়ে উড়োজাহাজে উঠছিলেন বাইডেন। তিনি যখন সিঁড়ির প্রায় শেষ মাথায় তখনই হুমড়ি খেয়ে পড়েন। তবে নিজেকে একাই সামলিয়ে উঠে দাঁড়ান। এরপর হাত নাড়িয়ে বিমানের ভেতরে চলে যান।
তবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট আহত হয়েছেন কি না- সেই বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
পূর্ব কোনও ধরনের ঘোষণা ছাড়াই গত সোমবার আকস্মিক কিয়েভ সভরে যান বাইডেন। সেখান থেকেই পোল্যান্ডে যান মার্কিন প্রেসিডেন্ট। এই দুই দেশের সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথেই এমন দুর্ঘটনায় পড়েন বাইডেন।
Posted ৩:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।