| শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 123 বার পঠিত
তুরস্কের ভূমিকম্পে দু’সপ্তাহ পর ঘানার নিখোঁজ ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মরদেহ পাওয়া গেছে। হাতাই প্রদেশে তাঁর বাড়ির ধ্বংসস্তূপের নিচে তার মরদেহ পাওয়া গেছে বলে আতসুর এজেন্ট নিশ্চিত করেছেন ।
৩১ বছর বয়সী ঘানার এই ফুটবালার ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন। আতসু এক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটন, চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন।
আতসুর ক্লাব হাতায়স্পোর মরদেহ পাওয়ার খবর নিশ্চিত করে টুইটারে পোস্টে বলেছে, ‘শোক প্রকাশের ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না আতসু, শান্তিতে ঘুমাও হে চমৎকার মানুষ।’
Posted ১:১২ পিএম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।