| বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলায় শুরু হবে বিপিএলের শিরোপা লড়াই। নবম আসরের ফাইনালে মুখোমুখি মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপসহ সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কারমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ লাখ টাকা পুরস্কার। টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা, সর্বোচ্চ রান স্কোরার পাবেন পাঁচ লাখ টাকা, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা। এ ছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। বিপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি আর রানার্স আপ দল এক কোটি টাকা।
Posted ১২:৫৮ এএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।