| সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
ফিলিপাইন কোস্টগার্ডের অভিযোগ, তাদের ক্রুদের দিকে চীনের কোস্টগার্ড জাহাজ ‘মিলিটারি গ্রেড’এর লেজার নিক্ষেপ করছে। এতে তাদের কয়েজন ক্রু সাময়িক অন্ধত্ববরণ করেছেন।
ফিলিপাইনের আরও অভিযোগ, চীনের জাহাজ বেপরোয়া সামরিক চাল চেলেছে। বেইজিংয়ের জাহাজ ফিলিপাইনের জাহাজের ১৭০ মিটারের মধ্যে চলে আসে। অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন চীনের কাছে মন্তব্য চেয়েছে। কিন্তু চীন তাদের বক্তব্য জানায়নি।
খবর অনুসারে, গত ৬ ফেব্রুয়ারি আয়ুঙ্গিন শোল যা দ্বিতীয় থমাস শোল নামে পরিচিত সেখানে এই ঘটনা ঘটে।
১৩ লাখ বর্গমাইলের দক্ষিণ চীন সাগরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে আসছে চীন। ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ানও দক্ষিণ চীন সাগর ও কয়েকটি দ্বীপে তাদের নিয়ন্ত্রণ দাবি করে আসছে।
Posted ৮:০২ এএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।