শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কানাডার আকাশসীমায় বায়ুবাহিত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

  |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

কানাডার আকাশসীমায় বায়ুবাহিত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র এবার উত্তর-পশ্চিম কানাডার আকাশসীমায় যুদ্ধবিমানের মাধ্যমে গুলি করে একটি বস্তু ভূপাতিত করেছে । কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সমুদ্রসীমায় চীনা ‘নজরদারি’ বেলুন ভূপাতিত করার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটে।

বস্তুটি কী তা স্পষ্ট করা হয়নি। তবে তিনি বলেছেন, বস্তুটি ‘কানাডিয়ান আকাশসীমা লঙ্ঘন করেছিল। যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান ইউকনে এটিকে ভূপাতিত করে।’ খবর- বিবিসি। 

ট্রুডো বলেন, কানাডিয়ান ও মার্কিন বিমান বস্তুটিকে ট্র্যাক করার জন্য কাজ করেছিল। বস্তুটি ভূপাতিত করার বিষয়ে তিনি আদেশ দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন। 

তিনি টুইটারে লিখেছেন, ‘কানাডিয়ান বাহিনী বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার ও বিশ্লেষণ করবে।’

ট্রুডো উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডকে (এনওআরডি) ধন্যবাদ জানান। এনওআরডি যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য বিমান প্রতিরক্ষা পরিচালনা করে।

এর আগে আলাস্কা অঙ্গরাজ্যের বরফাচ্ছাদিত অঞ্চলের আকাশসীমায় যুদ্ধবিমানের মাধ্যমে গুলি করে একটি বস্তু ভূপাতিত করে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

Posted ১১:৩১ পিএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।