| শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় শেষ হয়ে আসছে। শেষ দিকে এসে জমে উঠেছে মেলা। মেলার শেষ শুক্রবার (২৭ জানুয়ারি) মেলায় প্রায় সাড়ে তিন থেকে চার লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অন্যান্য দিনের তুলনায় বিক্রিও দ্বিগুন হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বিক্রি বাড়ার কারণে মেলার সময় বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। তবে মেলার সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।
তিনি বলেন, ‘ছুটির দিনে স্বাভাবিকভাবে অধিক লোক সমাগম হয়ে থাকে। আজ মেলায় তিন লাখ থেকে চার লাখ মানুষের সমাগম হয়েছে। বেচা বিক্রিও অনেক বেড়েছে। আজ এতো মানুষ হয়েছে যে, গেট দিয়ে সবাই ঠিকভাবে প্রবেশ করতে পারছে না। তবে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন, কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না’।
‘মেলার সমাপনী তারিখ নির্ধারণ করা হয়েছে, এটা পরিবর্তন করার সুযোগ নেই’ বলে জানান বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।
মেলায় দেশি-বিদেশি সহ ৩৩১ প্রতিষ্ঠানের স্টল রয়েছে। গত বছরের চেয়ে এবার ১০৬টি স্টল বেড়েছে। বিদেশি ১০ দেশের ১৭টি স্টল রয়েছে। এবার বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
Posted ২:৫৯ পিএম | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।