নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 146 বার পঠিত
উরুর ইনজুরির কারনে বিশ্বকাপের বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সপ্তাহের শেষে আটালান্টার বিরুদ্ধে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ইন্টার মিয়ামির এই সুপারস্টার। ক্লাবের পক্ষ থেকে মেসির ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী শুক্রবার উরুগুয়ে ও ২৫ মার্চ ব্রাজিলের বিরুদ্ধে বাছাইপর্বের ম্যাচ দুটি থেকে এ কারনে ছিটকে গেছেন মেসি।
ইন্টার মিয়ামি এক বিবৃতিতে জানিয়েছে, মেসির পেশীতে লো-গ্রেড ইনজুরি ধরা পড়েছে। যদিও মেসির ফেরার ব্যপারে নিশ্চিত করে বিবৃবিতে কিছু জানানো হয়নি। চিকিৎসা পরবর্তী উন্নতি দেখে মেসির মাঠের ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ম্যাচটিতে মিয়ামি ২-১ গোলে জয়ী হয়েছে।
এ মাসের শুরুতে ইন্টারের হয়ে তিনটি ম্যাচে খেলতে পারেননি মেসি। ৩৭ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা মাঠে ফিরেই কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ শিরোপা জয়ে দলের হয়ে গোল পেয়েছেন।
আগামী দুটি ম্যাচে জিততে পারলেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে।
এই মুহূর্তে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
টেবিলের শীর্ষ ছয়টি দল আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। ১৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের সপ্তম স্থানে রয়েছে বলিভিয়া।
১২ রাউন্ড শেষে ছয় গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে মেসি।
ইনজুরিতে থাকার কারনে ইতোমধ্যেই আর্জেন্টাইন দল থেকে ছিটকে গেছেন রোমা স্ট্রাইকার পাওলো দিবালা ও রিভার প্লেট ফুল-ব্যাক পাওলো মন্টিয়েল।
এদিকে থাইয়ের ইনজুরির কারনে ৩৩ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারছেন না। যে কারনে জাতীয় দলে নেইমারের ফেরার অপেক্ষা আরো দীর্ঘ হলো। আর্জেন্টিনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে এই মুহূর্তে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলেসাওরা।
আর্জেন্টাইন স্কোয়াড :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিটেজ
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টাগলিয়াফিকো, ফাকুন্ডো মেডিনা, হুয়ান ফয়েথ, জার্মান পেজ্জেলা
মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, ম্যাক্সিমো পেরোনে, এনজো ফার্নান্দেজ, গুইলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিনগুয়েজ, থিয়াগো আলমাডা
ফরোয়ার্ড : লটারো মার্টিনেজ, জুলিয়না আলভারেজ, এ্যাঞ্জেল কোরেয়া, নিকোলাস পাজ, সান্টিয়াগো ক্যাস্ত্রো, নিকোলাস গঞ্জালেজ।
Posted ২:১৪ পিএম | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।