নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 133 বার পঠিত
বাংলাদেশের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক এখনও হয়নি । তবে অভিষেকটা হয়ে গেলে কি হতে পারে, তার একটা আন্দাজ এখন থেকেই পেয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাঁচ বছরের জন্য জাতীয় ফুটবল দলের দীর্ঘমেয়াদি স্পন্সর চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীর আসা তো আছেই, কয়েক মাস আগে নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণের পর ফুটবলের পালে লেগেছে আশার দমকা বাতাস। এই ইতিবাচক আবহের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেল আরও এক সুখবর।
দেশের প্রথম প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আগামী পাঁচ বছর বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্পন্সর হিসেবে থাকবে বলে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন, ‘বর্তমানে স্পন্সরদের মধ্যে ফুটবল নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। আমি বলব না যে তারা অত্যন্ত উৎসাহী, তবে যখন আমরা স্পন্সরের কাছে যাই, তখন তারা ইতিবাচক সাড়া দেয়।
জাতীয় দলের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক এখনও হয়নি। তবে তার আগেই তার প্রভাবটা টের পাচ্ছে বাফুফে। এই ৫ বছরের চুক্তিকে তাই মনে করেন ফাহাদ। তিনি বলেন, ‘আমি মনে করি, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি অবশ্যই একটি কারণ, পাশাপাশি সামগ্রিকভাবে ফুটবল নিয়ে প্রত্যাশাও এখন অনেক বেশি।’
চুক্তির বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হবে রোববার। ইউসিবির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন করিম।
Posted ৫:২১ এএম | রবিবার, ১৬ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।