নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 137 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিলের অবিলম্বে মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ইহুদি ভয়েস ফর পিস’- এর কর্মীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) ট্রাম্প টাওয়ারের লবিতে অবস্থান নেন শত শত কর্মী।
এ সময় তাদের ‘মাহমুদকে মুক্ত করুন, সকলকে মুক্ত করুন!’, ‘আমরা ন্যায়বিচার চাই, আপনি বুলন কিভাবে? মাহমুদকে এখনই ঘরে ফিরিয়ে আনুন!’, ‘শিক্ষার্থীদের নয়, নাৎসিদের বিরুদ্ধে লড়াই করুন!’ স্লোগান দিতে শোনা যায়। অনেক বিক্ষোভকারীই লাল শার্ট পরেছিলেন, যাতে লেখা ছিল ‘আমাদের নামে নয়,’ ‘ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’।
গ্রিন কার্ডধারী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাহমুদ খলিলকে গত ৮ মার্চ তার বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তিনি গত বছ ক্যাম্পাসে বিক্ষোভি সংগঠিত করতে সহায়তা করেন। তার আইনজীবীদের দাবি, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে গ্রেফতার করেছেন।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, গত বছর নির্বাচনি প্রচারণার সময় ক্ষমতায় আসলে গোপনে বিক্ষোভকারী ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিতাড়িত করার অঙ্গীকার করেন ডোনাল্ড ট্রাম্প।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা খলিলকে গ্রেফতার করেছে। তাদের দাবি, তার স্টুডেন্ট ভিসা বাতিল করা হয়েছে। যদিও তিনি একজন বৈধ স্থায়ী বাসিন্দা এবং স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে নেই। এজেন্টরা তখন তাকে জানায়, তার গ্রিন কার্ড বাতিল করা হয়েছে।
Posted ৫:২৬ এএম | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।