শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ওয়াগনার গ্রুপ ইউক্রেন ও অন্যত্র নৃশংসতা চালাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। বর্তমানে ইউক্রেনে গ্রুপটির প্রায় ৫০ হাজার ভাড়াটে সেনা রয়েছে।
| শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ওয়াগনার গ্রুপ ইউক্রেন ও অন্যত্র নৃশংসতা চালাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। বর্তমানে ইউক্রেনে গ্রুপটির প্রায় ৫০ হাজার ভাড়াটে সেনা রয়েছে।
জন কিরবি জানান, ওয়াগনার গ্রুপ রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনীর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ধারণা, রুশ কর্মকর্তা ও গ্রুপটির বিতর্কিত প্রতিষ্ঠাতা ইয়োজিনি প্রিবুওশনের মধ্যে ‘উত্তেজনা বাড়ছে’। ইয়োজিনি প্রিবুওশন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত।
ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এর আগে গত বছর ইউরোপীয় ইউনিয়ন তুলেছিল। ইইউর অভিযোগ ছিল, মস্কোর হয়ে ওয়াগনার গ্রুপ চোরাগোপ্তা অভিযান চালাচ্ছে।
সূত্র: বিবিসি
Posted ৮:২৭ এএম | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।