শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন চূড়ান্ত পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   21 বার পঠিত

উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন চূড়ান্ত পর্যায়ে

স্বতন্ত্র বিচার বিভাগ ও উচ্চ আদালতের বিচারক নিয়োগে ‘স্বতন্ত্র কাউন্সিল’ গঠন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।  মঙ্গলবার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১১ আগস্ট ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পরদিন সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশে অভিষেক বক্তব্যে এবং ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামনে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ উপস্থাপন করেন। ওই সময় তিনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথককরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এমন প্রেক্ষাপটে মাসদার হোসেন মামলার রায় বাস্তবায়নে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি ও কাঠামোগত সংস্কার, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র ও পর্যাপ্ত বাজেট বরাদ্দকরণ, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নের লক্ষ্যে নানা পদক্ষেপ নেন।  এরই অংশ হিসেবে গত ২৭ অক্টোবর বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেন সুপ্রিম কোর্ট। বর্তমানে বিচার বিভাগীয় সচিবালয় তৈরির বিষয়টি আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন বিষয়ে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ দৃশ্যমান হবে বলে আশা করেন সুপ্রিম কোর্ট। 

Facebook Comments Box

Posted ৫:১৬ এএম | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।