নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 132 বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের সহজ লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন। ৪ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন তিনে ব্যাট করতে নামা তানজিদ তামিম। তবে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন মিরাজ।
তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ১১ রানে সৌম্য রান আউট হলে ২৬ রান করে তার দেখানো পথে হাঁটেন মিরাজ। এরপর রিশাদ ৫ রানে আউট হলে দলীয় ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকের আলীও। ২১ রান করেন তিনি। ১১ বলে ১১ রান করে মাহেদী। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন শামীম হোসেন পাটোয়ারী। তানজিম সাকিবের ৯ রান এবং শামীমের ১৭ বলের ৩৫ রানের ক্যামিওতে ১২৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট শিকার করেন গুড়াকেশ মোতি। এ ছাড়াও রোস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয় একটি করে উইকেট নেন।
Posted ৫:৩৫ এএম | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।