বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। এবারের ফুটসাল বিশ্বকাপে রীতিমতো উড়ছে দলটি। উজবেকিস্তানে চলমান ফুটসাল বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ১৮ গোল করেছে সেলেসাওরা। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেও করেছে ৫টি গোল।

এ রাউন্ডে তাদের শিকার কোস্টারিকা। অবশ্য ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় পিটো এই ম্যাচে খেলতে পারেননি। তবে সেটা ম্যাচের ফলাফলে খুব একটা প্রভাব ফেলেনি।

খেলা শুরুর ৫ মিনিটেই মার্সেলের গোলে লিড পায় ব্রাজিল। গোলটির মধ্য দিয়ে আসরে নিজের ৯ম গোল করেছেন এই তারকা। ১২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে ভ্যালেরিও। ম্যাচের ২৮ মিনিটে আরেকটি গোল আসে লিয়ান্দ্রো লিনোর পা থেকে । আর নেগুইনগো পরে করেন জোড়া গোল।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। শেষ আটের ম্যাচে তাদের মুখোমুখি হবে ইরান কিংবা মরক্কো ।

এ ছাড়া আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। স্পেন ও ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলের সঙ্গে শেষ আটে লড়বে তারা।

Facebook Comments Box

Posted ৫:৫০ এএম | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।