শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অভিবাসীদের সবচেয়ে বেশি বেতন দেয় কোন কোন দেশ?

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

অভিবাসীদের সবচেয়ে বেশি বেতন দেয় কোন কোন দেশ?

অভিবাসীদের বেতন ও চাকরির নিরাপত্তা প্রশ্নে বিশ্বের সেরা দেশ নির্বাচিত হয়েছে লুক্সেমবার্গ। এরপরেই রয়েছে বাংলাদেশিদের জনপ্রিয় গন্তব্য সৌদি আরব। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড। সম্প্রতি অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনসের জরিপে এসব তথ্য উঠে এসেছে।

দ্য এক্সপ্যাট ইনসাইডার ২০২৪ নামে এই জরিপে অংশ নেন ১৭৪টি দেশে বসবাসকারী ১২ হাজারের বেশি অভিবাসী। দেশগুলোতে অভিবাসীদের অভিজ্ঞতা, জীবনযাত্রার মান, ব্যক্তিগত স্বচ্ছলতা, কাজের পরিস্থিতি, সার্বিক সন্তুষ্টির মাত্রা প্রভৃতি বিষয় বিবেচনা করে বিভিন্ন বিষয়ে র‌্যাংকিং প্রস্তুত করা হয়।

এর মধ্যে বেতন ও চাকরি নিরাপত্তা সাব-ক্যাটাগরিতে একটি দেশের অর্থনীতি, চাকরির নিরাপত্তার পাশাপাশি অভিবাসী কর্মীরা কাজের বিনিময়ে যথেষ্ট বেতন পাচ্ছেন বলে মনে করছেন কি না, সেগুলো বিবেচনা করে র‌্যাংকিং নির্ধারণ করে ইন্টারন্যাশনস।

এই র‌্যাংকিয়ে শীর্ষস্থান দখল করেছে ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গ। গত বছরও তালিকার শীর্ষে ছিল তারা।

২০২৪ সালের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে সৌদি আরব, সুইজারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, নরওয়ে, বেলজিয়াম ও ভিয়েতনাম।

র‌্যাংকিংয়ে জায়গা পেতে একটি দেশ থেকে ন্যূনতম ৫০ জন অংশগ্রহণকারী থাকতে হবে। এ বছর এই শর্ত পূরণ করতে পেরেছে মাত্র ৫৩টি দেশ, তার মধ্যে বাংলাদেশের নাম নেই।

সর্বোচ্চ বেতন ও চাকরির নিরাপত্তা র‌্যাংকিয়ে ঠাঁই পাওয়া উল্লেখযোগ্য অন্য দেশগুলোর মধ্যে রয়েছে কাতার (১১), সিঙ্গাপুর (১৩), চীন (১৫), দক্ষিণ কোরিয়া (১৬), অস্ট্রেলিয়া (১৮) জার্মানি (২১), ভারত (২৫), ফ্রান্স (২৭), যুক্তরাষ্ট্র (২৮), জাপান (২৯), মাল্টা (৩০), স্পেন (৩৩), বাহরাইন (৩৫), কুয়েত (৩৮), ফিনল্যান্ড (৩৯), নিউজিল্যান্ড (৪০), যুক্তরাজ্য (৪১), কানাডা (৪২) ও মালয়েশিয়া (৪৩)।

তালিকার নিচের দিকে থাকা ১০টি দেশ হলো পর্তুগাল (৪৪), ফিলিপাইন (৪৫), সাইপ্রাস (৪৬), হাঙ্গেরি (৪৭), কেনিয়া (৪৮), ইতালি (৪৯), গ্রিস (৫০), দক্ষিণ আফ্রিকা (৫১), মিশর (৫২) ও তুরস্ক (৫৩)।

Facebook Comments Box

Posted ২:৫৯ পিএম | বুধবার, ১০ জুলাই ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।