শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আফগান সীমান্তের কাছে বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   49 বার পঠিত

আফগান সীমান্তের কাছে বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তের কাছে বোমা হামলার ঘটনায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় একটি উন্নত বিস্ফোরক ডিভাইসের দিয়ে হামলা চালানো হয়। এতে ছয়জন সেনা সদস্য এবং এক সেনা কর্মকর্তা নিহত হন। সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

লাক্কি মারওয়াতের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনীর গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, আমরা খবর পেয়েছি যে, বিস্ফোরণের পর ওই গাড়িতে আগুন ধরে গেছে। তবে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।

পার্বত্য খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর স্থানীয় শাখার সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে।

খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লাক্কি মারওয়াত জেলা। রোববারের হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

২০২১ সালে তালেবান প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকেই পাকিস্তানে হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছর পাকিস্তানে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে মোট ৩২৯ জন নিহত হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এ তথ্য নিশ্চিত করেছে।

কাবুলের নতুন শাসকরা আফগানিস্তানের মাটিতে জঙ্গিদের মূলোৎপাটন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান সরকার।

 

Facebook Comments Box

Posted ১১:৫৫ এএম | সোমবার, ১০ জুন ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।