শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সাকিবের সঙ্গে একমত হলেন না হাথুরু

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   75 বার পঠিত

সাকিবের সঙ্গে একমত হলেন না হাথুরু

তার শিরোনামে আসতে ইস্যু লাগে না। সাকিব আল হাসান এমনিতেই অনেক বড় তারকা। তাকে নিয়ে সবসময়ই ভক্ত ও সমর্থকদের উৎসাহ আগ্রহের কমতি নেই। তারপরও মাঝেমধ্যেই তার কথাবার্তা, চালচলন ও নানা কর্মকাণ্ড কোনো না কোনো বিতর্কের জন্ম দেয়। তা নিয়ে নানা হৈ চৈ হয়।

এই যেমন এবার ঈদের ছুটি শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব দুটি কথা বলে চারদিকে ঝড় তুলেছেন। প্রথমটি হলো, প্রচন্ড দাবদাহে সারা দিন খোলা আকাশের নিচে ৫০ ওভারের প্রিমিয়ার লিগ আয়োজন ঠিক হয়নি, এটা অমানবিক। আর দ্বিতীয়টি ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ কোনোভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হতে পারে না।

তবে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিবের সঙ্গে একমত নন। আজ বুধবার অফিসিয়াল প্রেস কনফারেন্সে টাইগার কোচের কাছে প্রশ্ন রাখা হয়েছিল-সাকিব বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বিশ্বকাপের প্রস্তুতিতে মোটেই কার্যকর অবদান রাখতে পারবে না। আপনি কী মনে করেন?

হাথুরু একদম উল্টো বললেন। তার কথা, ‘আমার মনে হয় না, কথাটা ঠিক। আমি মনে করি ম্যাচ খেলাটা সবসময়ই একটা ভালো প্রস্তুতি।’

বাংলাদেশ কোচ যোগ করেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, যে কোনো দিন আপনি যে কোনো দলের কাছে হেরে যেতে পারেন। এটা সত্যি, আমরা হয়তো প্রতিপক্ষ জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী। তারপরও আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলাটি অবশ্যই হেল্পফুল। প্রস্তুতিতে সহায়ক।

Facebook Comments Box

Posted ২:৩০ পিএম | বুধবার, ১৫ মে ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।